নিজস্ব সংবাদদাতাঃ বাবা মুকুল রায় (Mukul Roy) দিল্লিতে আর ছেলে শুভ্রাংশু রায় (Subhranshu Roy) বাবার খোঁজে থানায় লিখিত অভিযোগ জানিয়েছিল। মুকুলের খোঁজে গতকাল এনএসসিবিআইএ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল। এবার সেই অভিযোগের ভিত্তিতে বিজেপি নেতাকে (BJP Leader) জিজ্ঞাসাবাদ। পীযুষ কানোরিয়াকে এনএসসিবিআইএ থানায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানা গেছে। মুকুলের দিল্লিযাত্রা নিয়েই এই জিজ্ঞাসাবাদ, এমনটাই জানা গেছে।