নিজস্ব সংবাদদাতা : অবশেষে বর্ষা ঢুকল কলকাতায়। স্বস্তি পেল দক্ষিণবঙ্গের বাসিন্দারা। তাপপ্রবাহের দাপট কমেছে কলকাতাসহ জেলায় জেলায়। আকাশের মুখ ভার হলেও মানুষের মুখে গরম থেকে রেহাই পাওয়ার আনন্দ ফুটে উঠেছে। নির্ধারিত দিনের ৮ দিন পর মৌসুমী বায়ু প্রবেশ করে দক্ষিণবঙ্গে। ফলে দেরিতে এসেছে শহরে বর্ষা। নির্ধারিত দিনের ৫ দিন পর ১২ জুন বর্ষা আসে উত্তরবঙ্গে।
কলকাতা, হাওড়া ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় আগামী ২ ঘণ্টায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে। সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে।