নিজস্ব সংবাদদাতা: ৩ টে ২২ মিনিটে গ্রেফতার করে বাড়ি থেকে বের করা হয় বনমন্ত্রী জ্যোতিপ্ৰিয় মল্লিক ওরফে বালুকে। কিন্তু কেন হলেন গ্রেফতার? জানা যাচ্ছে যে জ্যোতিপ্ৰিয় মল্লিককে গ্রেফতার করা হয়েছে মূলত তদন্তে সহযোগীতা না করার জন্য। এরপর তাঁকে নিয়ে যাওয়া হয় সিজিও কমপ্লেক্সে। মূলত বাকিবুর রহমানের গ্রেফতারির পর থেকেই রেশন দুর্নীতি মামলায় মন্ত্রীর নাম সামনে আসতে থাকে। বাকিবুরের যে ১০০ কোটি টাকার সম্পত্তির খোঁজ পাওয়া গেছে, তার সবটাই রেশন দুর্নীতি থেকে পাওয়া বলে অনুমান করছে তদন্তকারী সংস্থা।শুধুমাত্র একজন মন্ত্রী নন, তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিনের সৈনিক হিসেবে জ্যোতিপ্রিয় মল্লিক পরিচিত। তাঁর বাড়িতে তল্লাশি চলছে শুনে ক্ষোভ প্রকাশ করেন কাল খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
রেশন দুর্নীতি মামলায় বৃহস্পতিবার সকাল সাড়ে ৬ টা থেকে ম্যারাথন তল্লাশি চালানোর পরও রাত ১২ টা পর্যন্ত তাঁকে গ্রেফতার করার কোনও সিদ্ধান্ত প্রথমে নেননি আধিকারিকরা। মন্ত্রীর বাড়ির পাশাপাশি তল্লাশি চলছিল তাঁর আপ্ত সহায়ক অমিত দে-র বাড়িতেও। অমিতকে জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু তথ্য পান ইডি অফিসাররা। সেই তথ্য খতিয়ে দেখতে রাত ১২ টার পর নতুন করে প্রশ্ন করা শুরু হয় মন্ত্রীকে। জানা যাচ্ছে যে সেই সব প্রশ্নের উত্তর দিতে নারাজ ছিলেন জ্যোতিপ্রিয়। এরপর ইডি আধিকারিকরা পুরো বিষয়টা সংস্থার সদর দফতরে দিল্লিতে জানাতেই গ্রেফতার করার জন্য তোড়জোড় শুরু করা হয়।