কেন এঁরা ন্যায়বিচার পাননি? কেন আসল দোষীদের ধরা হয়নি? এবার প্রতিবাদে স্বয়ং কুণাল ঘোষ- ঘুরে গেল খেলা

কি বললেন কুণাল ঘোষ? 

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
Kunal ghosh

File Picture

নিজস্ব সংবাদদাতা: আরজি কর নিয়ে সরব বাম নেতৃত্বরা। এবার ট্যুইট করে বাম আমলের কিছু নৃশংস ঘটনার প্রসঙ্গ সামনে এনে খেলা ঘুরিয়ে দিয়ে শোরগোল ফেলে দিলেন কুণাল ঘোষ।

kunal ghj.jpg

তিনি প্রতিবাদের সুরে ট্যুইট করে বলেছেন, "প্রত্যেকটা সিপিএমকে ধরে ধরে জিজ্ঞাসা করুন বানতলায় ডাঃ অনিতা দেওয়ান, কোচবিহারের নার্স বর্ণালী দত্তর ধর্ষণ ও খুনের সময় তারা কী করছিল? কেন এঁরা ন্যায়বিচার পাননি? কেন আসল দোষীদের ধরা হয়নি? ডাঃ দেওয়ান কোন্ জাল ওষুধ চক্র ধরে ফেলেছিলেন বলে চক্রান্ত করে অত্যাচার, খুন? তখন এত মিডিয়া, সোশ্যাল মিডিয়া ছিল না বলে সাত খুন মাফ? আজ জুনিয়র ডাক্তারদের ন্যায়বিচারের মঞ্চে ডাঃ অনিতা ও নার্স বর্ণালীর নামটাও থাকুক"।