নিজস্ব সংবাদদাতা: সোশ্যাল মিডিয়া থেকে বেশ কিছু বন্ধুকে সরিয়ে দিলেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য। দেবাংশু এটাও জানিয়ে দিলেন যে আর তাদেরকে বন্ধু হিসেবে মনে রাখবেন না। সেই সিদ্ধান্তের কথা তিনি জানালেন ফেসবুকে। কিন্তু কেন এই সিদ্ধান্ত নিলেন তিনি?
দেবাংশু ফেসবুকে লেখেন, আরজিকর কান্ডের সময়ে আনফ্রেন্ড করে দিয়েছিল, এখনও পর্যন্ত এরকম ৫০ জনের উপরে পুনরায় রিকোয়েস্ট পাঠিয়েছে শেষ কয়েকদিনে। যদিও তখন বুঝতে পারিনি, আবার রিকোয়েস্ট আসা দেখে বুঝলাম যে এরা এতদিন ছিল না..
দুঃখের বিষয়, এর মধ্যে এমন কিছু মানুষও আছেন যাদের কারোর পরিবারের জন্য মধ্যরাত্রি অবধি জেগে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করে দিয়েছি, কারোর বিপদে নিজেও ছুটে গিয়েছি সশরীরে..
খারাপ লাগার বিষয় সেগুলোর কোনোটাই নয়। খারাপ লাগার কারণ, যখন টের পাই মানুষের সহনশীলতা দিন দিন এমন ভয়ঙ্কর হারে কমে যাচ্ছে!
তবে আপনাদের সানন্দের সঙ্গে জানাই, এই প্রত্যেকটি রিকোয়েস্ট আমি ডিলিট করে দিয়েছি। অন্তত এই জীবনে আর তাদেরকে বন্ধুত্বের তালিকায় জায়গা দিতে পারব না।
ঘটনাটা হয়তো শেয়ার করার মত নয়, তবু কেন জানিনা মনে হলো আপনাদের সঙ্গে ভাগ করে নিই।