নিজস্ব সংবাদদাতা: কী হয়েছিল সে দিন রাতে মেন হস্টেলে? প্রকাশ্যে মুখ খুলেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্স চালক রামবচ্চন যাদব। এই তথ্য জানলে কিছু খটকা লাগতে বাধ্য, কিছুটা অবাকও হবেন অনেকেই।
ওই অ্যাম্বুলেন্স চালক বলেছেন যে বুধবার অর্থাত্ ঘটনার রাতে ১১ঃ৫৩ মিনিটে তাঁর কাছে প্রথম ফোন আসে। ওই ফোনটা ধরতে পারেননি তিনি। ১১ঃ৫৪-এ আবার ফোন এলে ফোন রিসিভ করে জানতে পারেন যে মেন হস্টেলে যেতে হবে কারণ মারাত্মক একটা দুর্ঘটনা ঘটেছে। ১২টার মধ্যে হস্টেলে পৌঁছে যান তিনি। গিয়ে দেখেন একটি হলুদ ট্যাক্সিতে নিয়ে যাওয়া হচ্ছে একজনকে। পিছু নিয়ে তিনি কেপিসি হাসপাতালে যান। ১২ঃ১৫ মিনিট নাগাদ সহ উপাচার্যকে তিনি ফোন করে বলেন যে তিনি সুকান্ত সেতুর কাছের হাসপাতালে বসে আছেন। চালক খোদ সেখানেই ছিলেন ভোর সাড়ে পাঁচটা পর্যন্ত।