"সালাদের দেখে লোবো…পুঁতে দোবো…লাস ফেলে দোবো…"!

কেন এমন লিখলেন এই নেতা?

author-image
Anusmita Bhattacharya
New Update
tathagata roy

নিজস্ব সংবাদদাতা: বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার জারি রয়েছে। নানা ধরনের ভিডিও এবং তথ্য সামনে আসছে যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাচ্ছে মুহূর্তের মধ্যে। পশ্চিমবঙ্গে এবং গোটা ভারত জুড়েই এই নিয়ে বিক্ষোভ এবং প্রতিবাদ চলছে। বিজেপি নেতা তথাগত রায় বাংলাদেশিদের ক্রমাগত করে চলেছেন।

তিনি লেখেন, বাংলাদেশী জিহাদীগুলোর ফোঁস ফোঁস দেখে এই বাংলার পাড়ার ফুটোমস্তানদের কথা মনে পড়ছে। যারা নিজের পাড়ার নিরাপত্তা-বলয়ের মধ্যে আস্তিন গুটিয়ে চ্যাঁচায়, “সালাদের দেখে লোবো…পুঁতে দোবো…লাস ফেলে দোবো…ইত্যাদি !

এর আগে তিনি লেখেন, বাংলাদেশের কান্ডকারখানা ইঙ্গিত দিচ্ছে যে সেদেশে বিভিন্ন আতঙ্কবাদী সংগঠনেরা (যেমন আনসারুল্লা বাংলা টিম, হিজবুত তাহরির, ইত্যাদি) নিজেদের মধ্যে ভারতবিরোধী আস্ফালনের প্রতিযোগিতা আরম্ভ করেছে। এটা হবারই ছিল, কারণ এইসব জিহাদি সংগঠনের এইটাই বৈশিষ্ট্য। এগুলোর একতা শুধু হিন্দু খুন করায়।

তার আগে লিখেছিলেন, কলকাতা দখল, সেভেন সিস্টার্স দখল, চিকেন’স নেক বিচ্ছিন্ন করা, বিছানার চাদর পোড়ান, কত ভাঁড়ামিই না দেখাবে বাংলাদেশী কামাছা (কাঠমোল্লা-মাদ্রাসা ছাপ সম্প্রদায়) !

এইজন্যই বলা হয়, লক্ষ লক্ষ সাইকেলরিকশা চড়ে, গেঞ্জি-লুঙ্গি পরে ভারত আক্রমণ করতে আসছে কামাছা দস্যুরা !

আর চিকেন’স নেক ? একদিকে বাংলাদেশ, অন্যদিকে নেপাল ! দুই দুর্ধর্ষ দেশ ! 🤣🤣🤣 ! কিন্তু কাঙলাদের খেয়াল নেই নিজের দেশের ফেনীর চিকেন’স নেক ! যার একদিকে ভারত, অন্যদিকে সমুদ্র !