কুন্তলের সেলের সামনে ২জন! CCTV ফুটেজ হাতে আসতেই ফাঁস করল CBI

নিয়োগ দুর্নীতি মামলায় এই মুহূর্তে আলোচনায় রয়েছেন ধৃত তৃণমূলের বহিষ্কৃত নেতা কুন্তল ঘোষ। এবার তাঁকে কেন্দ্র করে আরো এক তথ্য সামনে এল। এই তথ্য দেয় সিবিআই।

author-image
Anusmita Bhattacharya
New Update
kuntal ghosh

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: গত বছর থেকে চর্চার শিরোনামে রয়েছে নিয়োগ দুর্নীতি। কেলেঙ্কারির অভিযোগে বর্তমানে জেলের কুঠুরিতে রয়েছেন তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত নেতা কুন্তল ঘোষ। গতকাল কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টে রিপোর্ট সামনে আনল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি ও সিবিআই। কুন্তলের অভিযোগের ভিত্তিতে জেলের সিসিটিভি খতিয়ে দেখার নির্দেশ দেওয়ার পর সিসিটিভি ফুটেজ দেখে সিবিআই রিপোর্ট পেশ করেছে। পেশ করা রিপোর্টে প্রেসিডেন্সি জেলে কুন্তলের সেলের সামনে দুই সন্দেহভাজনকে দেখা গিয়েছে। এই দুই জন সন্দেহভাজনদের নিয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে বলে আদালতে জানায় সিবিআই।