গলফ গ্রিনে মহিলা খুনের কিনারা, কার হাতে খুন নাফিসা?

গলফ গ্রিনে মহিলা খুনের কিনারা। টাকা ধার না দেওয়ায় ভাইয়ের হাতে খুন দিদি! সূত্রের খবর, মামাতো ভাই টাকা চাওয়ায় তাঁকে টাকা দিতে চায়নি দিদি। বৃহস্পতিবার অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। 

author-image
Jaita Chowdhury
New Update
Murder

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: গলফ গ্রিনে মহিলা খুনের কিনারা। টাকা ধার না দেওয়ায় ভাইয়ের হাতে খুন দিদি! সূত্রের খবর, মামাতো ভাই টাকা চাওয়ায় তাঁকে টাকা দিতে চায়নি দিদি। বৃহস্পতিবার অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। 

পুলিশ সূত্রে খবর, নাফিসার ফ্ল্যাটে  ১০ হাজার টাকা ধার চায় অভিযুক্ত সাবির আলি। তারপরই শুরু হয় কথা কাটাকাটি। বচসা চলাকালীন নাফিসাই আত্মরক্ষার্থে রান্নাঘর থেকে ছুরি নিয়ে আসেন। সেই ছুরি ছিনিয়ে নিয়ে দিদির গলার নলি কেটে দেয় ভাই। দেহ লুকিয়ে রাখা হয় খাটের নীচে। পুলিশের দাবি, জেরায় খুনের কথা কবুল করেছে ধৃত।