'ভুয়ো ভোটার' কারা? জানিয়ে দিল কমিশন

একই এপিক নম্বরে একাধিক নাম থাকা মানেই নকল বা ভুয়ো ভোটার নয়, সাফ জানাল কমিশন।

author-image
Jaita Chowdhury
New Update
fwsgf

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: একই এপিক নম্বরে একাধিক নাম নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। একই এপিক নম্বরে একাধিক নাম থাকা মানেই নকল বা ভুয়ো ভোটার নয়, স্পষ্ট করে দিল নির্বাচন কমিশন। কমিশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একই এপিক নম্বর হলেও রাজ্য এবং ভৌগলিক অবস্থান অনুযায়ী, ভোটারের ঠিকানা, বিধানসভা কেন্দ্র এবং ভোট কেন্দ্র আলাদা।