নিজস্ব সংবাদদাতা: ভোটের আগে পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়াসহ একাধিক জেলায় বহু মানুষ আধার কার্ড নিষ্ক্রিয় হওয়ার অভিযোগ তুলেছিলেন। এই কারণে রেশনসহ ব্যাঙ্কের নানা কাজেও তাঁদের সমস্যায় পড়তে হয়।
এরপর ইউআইডিএআই বিবৃতি দিয়ে জানায় যে কোনও আধার নম্বর বাতিল করে দেওয়া হচ্ছে না। তবে এই নিয়ে নানা রাজ্যে শাসক-বিরোধী তরজা কম হয়নি। মামলা যায় কলকাতা হাইকোর্টে। আর এবার কাদের আধার কার্ড বাতিল হচ্ছে তা নিয়ে হাইকোর্টে হলফনামা দিয়ে জানিয়ে দিল কেন্দ্রীয় সরকার। প্রচুর আধার কার্ড নিষ্ক্রিয় করার অভিযোগ তুলে হাইকোর্টে জনস্বার্থ মামলা করে 'এনআরসি বিরোধী জয়েন্ট ফোরাম'। কেন্দ্রের কাছে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ হলফনামা চাইলে কেন্দ্র উল্লেখ করে যে যেসব বিদেশি নাগরিক এদেশে থাকতে গিয়ে পর্যাপ্ত তথ্য দিতে পারছেন না, তাঁদের আধার বাতিল করে দেওয়া হচ্ছে। দেশের নিরাপত্তার জন্যই নাকি এই পদক্ষেপ।