আরজি করের রায় দেবেন কোন বিচারপতি? আদৌ মিলবে সুবিচার?

ক ডক্টর কি মউত! গোটা দেশ উত্তাল প্রতিবাদের আগুনে। আরজি কর মেডিক্যাল কলেজে, তরুণী চিকিৎসকের খুন ও ধর্ষণের পাঁচ মাস ন'দিন পাড় (RG Kar Case)। শনিবার রায় ঘোষণা করবে শিয়ালদা কোর্ট।

author-image
Jaita Chowdhury
New Update
Rg kar

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: এক ডক্টর কি মউত! গোটা দেশ উত্তাল প্রতিবাদের আগুনে। আরজি কর মেডিক্যাল কলেজে, তরুণী চিকিৎসকের খুন ও ধর্ষণের পাঁচ মাস ন'দিন পাড় (RG Kar Case)। শনিবার রায় ঘোষণা করবে শিয়ালদা কোর্ট। বিচারক অনির্বাণ দাস। তাঁর রায়ের দিকে তাকিয়ে গোটা দেশ। সুবিচারের আশায় প্রহর গুণছে অভয়ার মা-বাবাও। 

Rg kar

প্রসঙ্গত, গত বছর ৯ আগস্ট আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে উদ্ধার হয় তরুণী চিকিৎসকের দেহ। কে বা কারা ধর্ষণ করে খুন করেছিল ওই চিকিৎসক তরুণীকে? খুনের মোটিভ কী? প্রশ্নের উত্তর খুঁজতে নেমে প্রথমে সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেফতার করে কলকাতা পুলিশ ! তারপর তদন্তের ভার নেয় সিবিআই। 

rg kar statue

কলকাতা হাইকোর্ট পেরিয়ে মামলা পৌঁছয় সুপ্রিম কোর্টে। ৫ মাস ৯ দিন অর্থাৎ ১৬২ দিন পর শনিবার মামলায় রায় ঘোষণা করবে শিয়ালদা আদালতে। শনিবার দুপুরে রায় ঘোষণা করবেন বিচারপতি অনির্বাণ দাস।