নিজস্ব প্রতিবেদন : আর জি কর মেডিক্যাল কলেজে নির্যাতিতার মূর্তি স্থাপনের ঘোষণা করেছেন জুনিয়র ডাক্তাররা। শুক্রবার এসএসকেএমের সভাঘরে অনুষ্ঠিত গণকনভেনশনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
কর্মক্ষেত্রে ধর্ষণ ও হত্যার শিকার তরুণী চিকিৎসকের নৃশংস ঘটনার প্রতিবাদে রাজ্যে এবং দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদের ঢেউ উঠেছে। আর জি কর মেডিক্যাল কলেজে এই ঘটনা ঘটার পর সেখানে তরুণী চিকিৎসকের মূর্তি স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশিষ্ট চিকিৎসক অভিজিৎ চৌধুরী মূর্তি স্থাপনের প্রস্তাব দেন। বলা হয়, এই মূর্তি স্থাপন শুধুমাত্র এক শোকস্মৃতি নয়, বরং চিকিৎসকদের নিরাপত্তা ও মর্যাদা প্রতিষ্ঠার একটি প্রতীক বলেও মনে করা হচ্ছে।
বাংলায় তরুণী চিকিৎসকের মৃত্যুর পর থেকে অভুতপূর্ব আন্দোলন চলেছে, যার প্রভাব পুজোর সময়েও অনুভূত হতে চলেছে। সুবিচারের দাবিতে মহালয়ার দিন মহামিছিলের ডাক দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। জুনিয়র ডক্টর্স ফ্রন্টের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল অনুষ্ঠিত হবে, যার পর হবে একটি মহাসমাবেশ। শুক্রবারের গণকনভেনশনে জুনিয়র চিকিৎসকরা স্পষ্ট করে দেন যে, ৪২ দিন কর্মবিরতির পর কাজে ফিরলেও আন্দোলনের উত্তেজনা কমেনি। মহালয়ার দিন এই প্রতিবাদ একটি নতুন মাত্রা নিতে চলেছে, যা গোটা রাজ্য ও দেশের মানুষকে একত্রিত করবে। তাঁদের এই উদ্যোগ শোককে প্রতিরোধে পরিণত করার একটি প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।