ব্যারিকেড উঠতেই লালবাজারের উদ্যেশে জুনিয়র ডাক্তাররা

আন্দোলনের ঝড় উঠেছে।

author-image
Adrita
New Update
s

নিজস্ব সংবাদদাতাঃ আরজি কর কাণ্ডে আজ জুনিয়র ডাক্তাররা আজ বি বি গাঙ্গুলি ষ্ট্রীট অর্থাৎ ফিয়ার্স লেনে মানববন্ধন করে লালবাজারের দিকে ডেপুটেশন জমা দিটে যাচ্ছে। 

গতকাল থেকেই তারা পুলিশের ব্যারিকেড সরানোর দাবী জানিয়েছিল। আজ ২২ ঘণ্টা পরে অবশেষে সরানো হয় সেই ব্যারিকেড। 

এ ক্ষেত্রে উল্লেখ্য যে, গতরাত থেকেই জুনিয়র চিকিৎসকরা লালবাজারে গিয়ে পুলিশ কমিশনার বিনীত গোয়েলের সাথে কথা বলার অনুমতি চেয়েছিল। কিন্তু, তাদের সেই অনুমতি দেওয়া হয়নি। তবে আজকে প্রতিবাদের সামনে মাথা নত করতেই হয়েছে।

সূত্র মারফত জানা গিয়েছে যে, আন্দোলনকারীদের ২২ জনের একটি দল আজ লালবাজারে যাচ্ছে।

আন্দোলনকারীরা তাদের হাতে একটি ' প্রতীকী মেরুদণ্ড ' নিয়ে আন্দোলনে নেমেছে। 

এ ক্ষেত্রে আরও উল্লেখ্য যে, পুলিশ কমিশনারের পদত্যাগ চেয়েছেন জুনিয়র ডাক্তাররা।  

Vineet Goyal | Kolkata24x7 | Latest Bengali News, News in Bangla, বাংলা নিউজ