নিজস্ব সংবাদদাতা:কলকাতার বেশ কিছু অঞ্চলে জল সরবরাহ সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হবে বলে ঘোষণা করেছে কলকাতা পুরসভা। ১৪ ডিসেম্বর সকাল ৯টা থেকে টালা ট্যাঙ্কের জল সরবরাহ বন্ধ থাকবে যা ১৫ ডিসেম্বর সকালে স্বাভাবিক হবে। শুক্রবার সাংবাদিক সম্মেলনে মেয়র ফিরহাদ হাকিম এই তথ্য দিয়ে দিলেন। তিনি বলেন, 'পলতা ও টালা অঞ্চলের ডিস্ট্রিবিউশন লাইনে কিছু গুরুত্বপূর্ণ মেরামতির কাজ বাকি রয়েছে। এই কাজ সম্পন্ন করতেই সাময়িকভাবে জল সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'
১৫ ডিসেম্বর একবেলা জল সরবরাহ বন্ধ থাকলেও ওইদিন সকাল ৬টা থেকে যথারীতি পরিষেবা পুনরায় শুরু হবে।