নিজস্ব সংবাদদাতা: দুর্গাপুজো শেষ মানেই উত্সবের শেষ নয়। সামনেই লক্ষ্মীপুজো। তারপরই দেশজুড়ে আলোর উত্সব আসতে চলেছে। দুর্গাপুজো থেকেই আলোকমালায় সেজে ওঠে শহর থেকে প্রতিটি জেলা। দীপাবলিতে তো শুধু মণ্ডপ বা রাজপথ নয়, সেজে উঠবে ব্যালকনি থেকে প্রতিটি গৃহকোণ। দীপান্বতা লক্ষ্মীপুজো, ধনলক্ষ্মী পুজো, ভূত চতুর্দশী, কালীপুজো, গোবর্ধন পুজো আসছে। কার্তিক মাসের অমাবস্যায় হয় কালীপুজো। কালীপুজোর আগে আবার বাঙালির ঘরে ঘরে হয় দীপান্বিতা পুজো। তার আগে বহু জায়গায় হয় ধনলক্ষ্মীর পুজো। তাই বলতে গেলে ৩-৪ দিন ধরে টানা উত্সব চলতে থাকে।
এ বছর দীপাবলি পালন করা হবে ১২ নভেম্বর, রবিবার। এই দিনই কালীপুজো পড়েছে। বেণী মাধব শীলের পঞ্জিকা অনুসারে ২৫শে কাৰ্ত্তিক, (ভাঃ ২১শে কার্তিক), রবিবার, শ্রীশ্রীশ্যামা পূজা। গোস্বামিমতে যমচতুৰ্দ্দশী ও ধর্ম্মরাজ পূজা। অমাবস্যার নিশিপালন। ওই দিনই আবার শ্রীশ্রীমা তারাদেবীর আবির্ভাব তিথি। দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর মন্দিরে ও হালিশহরে রামপ্রসাদের ভিটায় শ্রীশ্রীকালী পুজো ও উত্সব হবে। তারাপীঠে শ্রীশ্রীমা তারামায়ের বিশেষ পুজো হবে ওইদিনই। প্রদোষে সন্ধ্যা ঘ ৪।৫১ গতে রাত্রি ঘ ৬।২৭ মধ্যে শ্রীশ্রীলক্ষ্মী ও অলক্ষ্মী পূজা এবং উল্কাদানাদি।
ধনতেরাস: ১০ নভেম্বর
ভূত চতুর্দশী: শনিবার, ১১ নভেম্বর
দীপাবলি ও কালীপুজো : রবিবার, ১২ নভেম্বর
গোবর্ধন পূৃুজো: সোমবার, ১৩ নভেম্বর
ভাইফোঁটা: মঙ্গলবার, ১৪ নভেম্বর