কবে বাংলাদেশের ইলিশ আসবে বাংলায়

অবশেষে খুশির খবর পুজোর আগেই। কলকাতার বাজার এবার ছেয়ে যাবে বাংলাদেশের ইলিশে। কবে সেই জিভে জল আনা বাংলাদেশের ইলিশ আসবে বাংলায়?

মোটামুটি ১৫ সেপ্টেম্বর থেকে বিক্রি

মোটামুটি ১৫ সেপ্টেম্বর থেকে বাংলাদেশের ইলিশ বাংলায় আসার ব্যাপারে অনুমোদন মিলতে পারে। অনুমোদন মেলার পরের দিন থেকেই বাংলাদেশের ইলিশ চলে আসতে পারে এপার বাংলায়।

১২০০ থেকে ১৪০০ টাকা পর্যন্ত দাম

ইলিশ যখন প্রথমবার বাংলার বাজারে আসবে তখন মোটামুটি ১২০০ থেকে ১৪০০ টাকা পর্যন্ত দাম হতে পারে। তবে সময়ের সঙ্গে ইলিশের দাম কেজিতে ২০০ টাকা কমতে পারে।