পুজোতে বৃষ্টি? হাল কি হবে বঙ্গবাসীর? জানালো হাওয়া অফিস

পুজোর আকাশ রোদঝলমলে হলেও বৃষ্টি কি পাকাপাকিভাবে বিদায় নিয়েছে নাকি ফিরতে পারে? এমন প্রশ্নই উঠছে পুজোর মুখে। কী জানালো হাওয়া অফিস?

author-image
Pallabi Sanyal
New Update
asa

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা : টানা বৃষ্টিতে জলযন্ত্রণায় দুর্ভোগ চরমে উঠেছিল শহরবাসীর। শিবার থেকে হাওয়া বদলের পূর্বাভাস দিয়েছিল হাওয়া অফিস। সেই মতোই সকাল থেকেই ঝলমলে রোদ। ছুটি নিয়েছে বৃষ্টি! আর কি তার দেখা পাওয়া যাবে না? পুজোর আকাশ কেমন থাকবে? এসব প্রশ্নই এখন ঘোরাফেরা করছে মানুষের মনে। তবে হাওয়া অফিস সূত্রে খবর, বৃষ্টি হলেও তা বিক্ষিপ্ত ভাবে হতে পারে। ভারী বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। উপরন্তু ফিরছে গ্রীষ্মের স্মৃতি। সকাল থেকেই কড়া রোদে বাড়ছে অস্বস্তি। ঘাম প্যাচ প্যাচে অবস্থা শহরবাসীর। গরম যেমন বাড়বে তেমনই আর্দ্রতাজনিত কষ্টও বাড়বে বলেই জানা যাচ্ছে।  বিগত কয়েক সপ্তাহ ধরে শনি-রবিতে মুষলধারে বৃষ্টি ভেস্তে দিচ্ছিল শপিংয়ের প্ল্যান। পুজোর আর কটা দিন বাকি। শেষ মুহূর্তের পুজোর বাজার যাদের বাকি তারা অনায়াসেই আজ ও আগামীকাল তা সেরে ফেলতে পারেন।

hire