যাদবপুরকাণ্ডে Ragging- এর ধারা! দোষ প্রমাণিত হলে কী শাস্তি?

নদিয়ার বগুলা গ্রাম থেকে বিজ্ঞানের ছাত্র হয়েও সাহিত্যকে ভালোবেসে বাংলা নিয়ে স্বপ্নের শিক্ষাপ্রতিষ্ঠানে পড়তে এসেছিল স্বপ্নদীপ। তারপরেই মৃত্যু হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের এই পড়ুয়ার।

author-image
Anusmita Bhattacharya
New Update
swapnadeep

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ যাদবপুরে প্রথম বর্ষের ছাত্রের মৃত্যুকাণ্ডে একদম প্রথমে ধৃত তিন পড়ুয়া সৌরভ চৌধুরী, দীপশেখর দত্ত ও মনোতোষ ঘোষকে মঙ্গলবার ফের একবার আদালতে তুলেছে পুলিশ। এবার তাঁদের বিরুদ্ধে সরাসরি Ragging- এর চার্জ আনতে পারে পুলিশ, এমনটাই জানা গেছে। সঙ্গে তাঁদের আবার পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। Ragging- এ দোষী সাব্যস্ত হলে কী শাস্তি হতে পারে ধৃতদের?

ধৃত তিন পড়ুয়া সৌরভ চৌধুরী, দীপশেখর দত্ত ও মনোতোষ ঘোষের বিরুদ্ধে আগেই ৩০২ ধারায় খুন এবং ৩৪ ধারায় সম্মিলিত অপরাধের অভিযোগে মামলা রুজু করা হয়েছিল। এবার অভিযুক্তদের বিরুদ্ধে 'Ragging ইন এডুকেশনাল ইনস্টিটিউশন অ্যাক্ট, ২০০০' অর্থাত্‍, অ্যান্টি Ragging বা Ragging বিরোধী আইনের ধারাতেও মামলা রুজু করার আবেদন করা হবে আদালতে। দোষী সাব্যস্ত হলে ২ বছরের কারাদণ্ড এবং ১০ হাজার টাকার জরিমানা হতে পারে। আবার কারাবাস ও জরিমানা দুটোও হতে পারে। এখনও পর্যন্ত যে ১৩ জন ছাত্র গ্রেফতার হয়েছেন তাঁরা হলেন, প্রাক্তন ছাত্র সৌরভ চৌধুরী, নাসিম আখতার, হিমাংশু কর্মকার ও সপ্তক কামিল্যা, বর্তমান ছাত্রদের মধ্যে রয়েছেন দীপশেখর দত্ত, মনোতোষ ঘোষ, অসিত সর্দার, সুমন নস্কর, মহম্মদ আরিফ , আসিফ আফজল আনসারি, অঙ্কন সরকার, সত্যব্রত রায় এবং জয়দীপ ঘোষ।

impact