নিজও সংবাদদাতা: মণিপুরের ঘটনা নিয়ে মোদী সরকারের সমালোচনায় ২১ জুলাইয়ের মঞ্চ থেকেও মোদীকে বিঁধেছেন মমতা। তার প্রায় মিনিট ৩৫ পর নয়া দিল্লিতে সাংবাদিক বৈঠক করে বাংলার পরিস্থিতির সঙ্গে মণিপুরের অবস্থার তুলনা করতে গিয়ে কেঁদে ফেললেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। শুক্রবার বিকালেই রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য সাংবাদিক বৈঠক করে পাঁচলার ঘটনা প্রসঙ্গে জানান যে ওই ঘটনায় এফআইআর দায়ের করা হয়েছে। কিন্তু অভিযোগকারিণী তাঁর অভিযোগ মতো শরীরে কোনও আঘাতের চিহ্ন দেখাতে পারেননি। ইমেল মারফত অভিযোগ দায়ের পর একাধিকবার অভিযোগকারিণী এবং তাঁর পরিবারকে পুলিশ ডেকে পাঠালেও তাঁদের কোনও সাড়া মেলেনি।
লকেটের কথায়, 'মণিপুরে যে ঘটনা ঘটেছে, তা অত্যন্ত দুঃখজনক। খুব কষ্ট হচ্ছে। যে ভিডিয়ো সামনে এসেছে, তা অত্যন্ত কষ্টকর। আর বাংলায় পঞ্চায়েত নির্বাচনের নাম করে যে খুন-সন্ত্রাস এবং মহিলাদের উপর নির্যাতন হল, সেটাও কষ্টের। সেটাও বাংলার একটি চিত্র'।