নিজস্ব সংবাদদাতাঃ 'কুণাল ঘোষ যদি জয়ের ব্যাপারে খুব আত্মবিশ্বাসী হন তবে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনে সমস্যা কী? আদালতে তাঁরা বলছেন যে তাঁরা কেন্দ্রীয় বাহিনী চান না এবং অন্যদিকে তাঁরা বলে যে যাই হোক না কেন তাঁরা জয়ের বিষয়ে নিশ্চিত। তাই তাঁরা ভীত এবং এই কারণেই তাঁরা একের পর এক আদালতে যাচ্ছেন', পশ্চিমবঙ্গের আসন্ন পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়নের সুপ্রিম শুনানি নিয়ে মুখ খুললেন বিজেপি বিধায়ক মনোজ তিগ্গা। সম্প্রতি রাজ্যে মনোনয়ন পর্বে যে পরিমাণ হিংসা ও অশান্তি হয়েছিল সেটা নিয়ে হাইকোর্ট কেন্দ্রীয় বাহিনী মোতায়নের নির্দেশ দেয়। রাজ্য পাল্টা সুপ্রিম কোর্টে গেলে সুপ্রিম কোর্ট হাইকোর্টের নির্দেশই বহাল রাখে।