নিজস্ব সংবাদদাতা: রেশন দুর্নীতির মামলায় জামিন পেয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক। আদালত সূত্রে খবর, ২৫ হাজার টাকার জোড়া বন্ড এবং ৫০ লাখ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দেওয়া হয়েছে জ্যোতিপ্রিয়কে। বুধবার ইডির বিশেষ আদালত ব্যাঙ্কশাল কোর্টে জামিন মিলেছে তাঁর ।
জ্যোতিপ্রিয়র জামিন কেন্দ্র করে সরব রাজ্যের বিরোধী নেতৃত্ব। সিপিএম নেতা সুজন চক্রবর্তী জানান, 'মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠদের একে একে জামিন হচ্ছে।'
প্রসঙ্গত, ২০২৩ সালের ২৭ অক্টোবর গ্রেফতার হন রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয়। গ্রেফতারির চোদ্দমাস পর জামিন পেলেন তিনি। এর আগে রেশন দুর্নীতি মামলায় জামিন পেয়েছেন বাকিবুর রহমান, শঙ্কর আঢ্যরা।