মনোনয়নে বিরোধীদের বাধা! কী বললেন তৃণমূল সুপ্রিমো?

পঞ্চায়েত নির্বাচনের আগে অশান্তির আবহ রাজ্য জুড়ে। জায়গায় জায়গায় চড়ছে পারদ। এই আবহে পঞ্চায়েত ভোটের স্ট্র্যাটেজি ঠিক করতে অনুষ্ঠিত হল তৃণমূলের মেগা বৈঠক। কালীঘাটে একত্রিত হন দলের সকল মন্ত্রী-বিধায়ক-সাংসদরা।

author-image
Pallabi Sanyal
New Update
১২৩

নিজস্ব সংবাদদাতা  : আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে জায়গায় জায়গায় বিরোধীদের মনোনয়নে বাধা প্রদানের অভিযোগ উঠেছে শাসকদলের বিরুদ্ধে। এদিকে, মনোনয়নে বিরোধীদের বাধা দেওয়া হয়নি বলে সাফ জানিয়েদিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তার সাফ কথা, ২০১১ সালে তিনি বলেছিলেন, বদলা নয়, বদল চাই। তারপরেও প্রতিরোধের নাম করে অশান্তির অভিযোগ করেছেন বিরোধীদের বিরুদ্ধে। এমনি, বার্তা দিয়েছেন প্রতিরোধ করার।

প্রসঙ্গত, শনিবার সুজাপুরের তৃণমূল প্রার্থীকে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে কংগ্রেসের বিরুদ্ধে। এর আগেও ঝরেছে রক্ত। জ্বলেছে আগুন। নবজোয়ার যাত্রা থেকে দলীয় কর্মীদের কোনো রকম অশান্তিতে না জড়ানোর বার্তা দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার পরেও অব্যাহত অশান্তি। এদিকে পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে কালীঘাটে হল তৃণমূলের প্রস্তুতি বৈঠক। সেই বৈঠকেই তৃণমূল সুপ্রিমো সাফ জানিয়ে দেন যে, বিরোধীরা প্রতিরোধের নামে অশান্তি করলে তৃণমূলকে তা রোধ করতে হবে।