নিজস্ব সংবাদদাতাঃ পশ্চিমবঙ্গের বিধানসভায় ধর্ষণ-বিরোধী বিল প্রসঙ্গে মধ্যপ্রদেশ কংগ্রেসের সভাপতি জিতু পাটোয়ারি বলেছেন, " ধর্ষণের মামলাগুলি তর্ক করার জন্য নয়। এই ধরনের মামলার ক্ষেত্রে পক্ষে-বিপক্ষে কোনো কিছুই করার নেই। সরকার ও প্রশাসনের উচিত দ্রুত মামলাগুলির বিচারের চেষ্টা করা। এই ধরনের ঘটনা বন্ধ করা, এটি একটি স্বাগত পদক্ষেপ। "
ধর্ষণ বিরোধী বিল সম্পর্কে শিবরাজ সিং চৌহানের বিবৃতির পরিপ্রেক্ষিতে তিনি বলেছেন, " শিবরাজ সিং চৌহান এবং মিথ্যা একে অপরের সমার্থক। ধর্ষণ বিরোধী আইনটি প্রথম ২০১৭ সালে এসেছিল কিন্তু তারপরেও মধ্যপ্রদেশে প্রতিদিন ১৭ টি ধর্ষণের ঘটনা ঘটে। তথ্য সূত্রে জানা গিয়েছে যে বেশিরভাগ ধর্ষণের ঘটনা ঘটে মধ্যপ্রদেশ আদিবাসী ও দলিতদের সাথে। "
এ ক্ষেত্রে উল্লেখ্য যে, কলকাতার আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় তোলপাড় হয়েছে সারা দেশ। বিচারের দাবীতে প্রতিবাদের ঝড় দেশ ছাড়িয়ে বিদেশে ছড়িয়েছে। এই ঘটনার সূত্রে সামনে এসেছে হাসপাতালে ঘটে চলা নানা দুর্নীতির কথাও।
আরও বলা বাহুল্ল্য যে, এই ঘটনায় আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে সিবিআই গ্রেফতার করেছে। শুধু তাইই নয়, তাকে আগামী আট দিন সিবিআইয়ের হেফাজতে থাকার নির্দেশ দিয়েছে সিবিআইয়ের বিশেষ আদালত। সন্দীপ ঘোষ ছাড়াও আরও তিনজনকে সিবিআইয়ের হেফাজতে নেওয়া হয়েছে। আগামী আটদিন তারাও সিবিআইয়ের হেফাজতে থাকবেন।
পশ্চিমবঙ্গের সরকার এই ধর্ষণ বিরোধী বিল পাস করানোর জন্য বিধানসভাতে এই বিল পেশ করা হয়েছে। রাজ্যের বিরোধীরাও এই বিলকে সমর্থন জানিয়েছেন।