'দীর্ঘদিনের লড়াই সার্থক! চিঠির পর চিঠি লিখে গিয়েছিলেন'- দেবাংশু ভট্টাচার্য

কি বললেন দেবাংশু ভট্টাচার্য?

author-image
Aniket
New Update
debangshu.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়া হয়েছে। এবার দেবাংশু ভট্টাচার্য এর জন্য মমমতা ব্যানার্জির সুনাম করলেন। 

mamata-debangshu-5.jpg

তিনি বলেছেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের লড়াই সার্থক! চিঠির পর চিঠি লিখে গিয়েছিলেন কেন্দ্রীয় সরকার ও প্রধানমন্ত্রীকে.. দাবি ছিল একটাই, বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দিতে হবে! অগ্নিকন্যার কোনও লড়াই ব্যর্থ হয় না.. আরো একবার প্রমাণিত হলো। শেষমেষ বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতি দিতে বাধ্য হল কেন্দ্রীয় সরকার। অভিনন্দন বাংলা! ধন্যবাদ দিদি মমতা ব্যানার্জি। জয় বাংলা!"