CV Ananda Bose: আরজি কর রায় নিয়ে সরব রাজ্যপাল

আজ ছিল আর জি কর মামলায় শাস্তি ঘোষণা।আমৃত্যু কারাদণ্ডে দন্ডিত হয়েছে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়। আর জি কর মামলার শাস্তি প্রসঙ্গে কি বলছেন সিভি আনন্দ বোস?

author-image
Jaita Chowdhury
আপডেট করা হয়েছে
New Update
WhatsApp_Image_2024-03-

নিজস্ব সংবাদদাতা: ৯ আগস্ট। কলকাতার ইতিহাসে কালো অধ্যায়। আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের এমার্জেন্সি বিল্ডিংয়ের সেমিনার রুম থেকে উদ্ধার হয়েছিল চিকিৎসক পড়ুয়ার মৃতদেহ। জানা যায়, নৃশংস ভাবে ধর্ষণ ও খুন করা হয়েছেন ওই তরুণী চিকিৎসক।

গত ১৮ জানুয়ারি সেই মামলায় রায় ঘোষণা করে শিয়ালদহ আদালত। দোষী সাব্যস্ত করা হয়েছে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে। সোমবার মামলায় সঞ্জয়ের সাজা ঘোষণা করে শিয়ালদা আদালত। গত ৪ নভেম্বর এই মামলায় আদালতে চার্জ গঠন করেছিল সিবিআই। ১১ নভেম্বর মামলার বিচারপ্রক্রিয়া শুরু হয়। আর গত ৯ জানুয়ারি তা শেষ হয়েছিল। 

শনিবার চূড়ান্ত রায় দেয় আদালত। দোষী সাব্যস্ত হয় সঞ্জয় রায়। সোমবার সাজা ঘোষণা। আমৃত্যু কারাদণ্ডে দন্ডিত হয়েছে সঞ্জয়। সঙ্গে ৫০,০০০ টাকা জরিমানা। অনাদয়ে আরও পাঁচ বছরের জেল। শাস্তি প্রসঙ্গে কি বলছেন সিভি আনন্দ বোস?

রায় নিয়ে রাজ্যপাল সিভি আনন্দবোস বলেন, ‘শাস্তি, যত কঠিনই হোক না কেন, সমস্যার শেষ হয় না। ধর্ষণ, হামলা এবং হত্যার ক্রমবর্ধমান ঘটনা উদ্বেগজনক এবং এটি একটি গভীর সামাজিক অস্থিরতা প্রতিফলিত করে।’