নিজস্ব সংবাদদাতা: পাল্টে গেলেন কেষ্ট? গুড় বাতাসা, নকুলদানা, চরাম চরাম...কিছুই নেই। বরং এক শান্ত সুর। ভালবেসে, মিলেমিশে কাজ করার বার্তা দিচ্ছেন সেই দাপুটে অনব্রত মণ্ডল।
দুবরাজপুরের বিজয়া সম্মিলনীতে কেষ্ট বলেন, 'নিজের স্বার্থে দলের কারও সঙ্গে অশান্তি করবেন না। সবাইকে সম্মান দেখাবেন। কোনও মানুষ যদি কাজ করতে চায় তার সঙ্গে বসবেন। কোন দল করে দেখবেন না। তাঁকে অপমানজনক কথা বলবেন না। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। কেন আপন করতে পারব না? খ্যাঁক খ্যাঁক করবেন না। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি উপদেশ দেন, 'কাউকে মিথ্যা কথা বলে গাছে উঠিয়ে মই কেড়ে নেবেন না।নিজেদের স্বার্থে দলের নেতা কর্মীদের কাউকে আঘাত করবেন না। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। কেন আপন করতে পারব না? সবাইকে একসঙ্গে নিয়ে চলতে হবে। খ্যাকঝাক করবে না কাউকে বকা দিলে কাছে ডেকে চা খাওয়াবেন। পঞ্চায়েতের মেম্বার হলে আপনি সেই এলাকার গার্জেন। আপনি কাউকে বকে ফেললে, কাছে ডাকবেন আর এক কাপ চা খাইয়ে দেবেন'।