DA : মহা মিছিলের পর কী ভাবছেন আন্দোলনকারীরা?

আগামীতে কী ভাবছে সংগ্রামী যৌথ মঞ্চ, তা নিয়ে কৌতূহলের শেষ নেই সরকারি কর্মীদের অনেকেরই। তবে আগামীদিনে যে আন্দোলনের ঝাঁঝ আরো বাড়তে চলেছে তার পূর্বাভাস দিলেন যৌথ সংগ্রামী মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ।

author-image
Pallabi Sanyal
New Update
da police

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা : শনিবার ডিএ আন্দোলনকারীদের মহা মিছিলের সাক্ষী থেকেছে কলকাতা। হাজরা মোড় থেকে মিছিল শুরু হতেই উঠেছিল স্লোগানের ঝড়। হরিশ মুখার্জি স্ট্রিটে বাড়ানো হয়েছিল পুলিশি নিরাপত্তা। প্রতিবাদ সভার মঞ্চে এক হয়েছিল বাম-কংগ্রেস-বিজেপি। গতকালের কর্মসূচির পর আগামীতে কী ভাবছে সংগ্রামী যৌথ মঞ্চ, তা নিয়ে কৌতূহলের শেষ নেই সরকারি কর্মীদের অনেকেরই। তবে আগামীদিনে যে আন্দোলনের ঝাঁঝ আরো বাড়তে চলেছে তার পূর্বাভাস দিলেন যৌথ সংগ্রামী মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ।রাজ্যজুড়়ে ডিএম অফিস ঘেরাও ও অবস্থানের কথা ভাবা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। ডাক দেওয়া হতে পারে লাগাতার কর্মবিরতিরও। তবে, দিনক্ষণ এখনও জানা যায়নি নির্দিষ্টভাবে। বৈঠকে পরবর্তী পদক্ষেপের বিষয়ে নেওয়া হবে বলে জানা যাচ্ছে।