নিজস্ব সংবাদদাতা: ট্যাংরার (Tangra) বাড়ি থেকে উদ্ধার একই পরিবারের ৩ সদস্যের মৃতদেহ। ঘটনাস্থল পরিদর্শনে যান জয়েন্ট সিপি ক্রাইম রূপেশ কুমার। পুলিশ সূত্রে খবর, মৃত এক গৃহবধূর স্বামী আজ সকালেই পথ দুর্ঘটনায় আহত হয়ে রুবি হাসপাতালে ভর্তি হন। ঘটনায় ঠিকানার সূত্র ধরে ট্যাংরার বাড়িতে পৌঁছয় পুলিশ। আর তখনই একই পরিবারের তিনজনের মৃতদেহ সামনে আসে। পুলিশ কমিশনার মনোজ ভার্মা জানিয়েছেন, প্রাথমিক তদন্তে তাঁদের অনুমান, পরিবারিক কারণেই এমন ঘটনা। নেপথ্যে রয়েছি আর্থিক টানাপোড়েন।