নিজস্ব সংবাদদাতা: গোটা দুর্গাপুজোয় পশ্চিমবঙ্গর আবহাওয়া মোটের উপর ভালোই ছিল। একদিকে ঘূর্ণিঝড় তেজ, অন্যদিকে ঘূর্ণিঝড় হামুন, এই দুইয়ের প্রভাবে মুম্বাইসহ দক্ষিণবঙ্গ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও কলকাতাসহ দক্ষিণবঙ্গে এর বিশেষ তেমন প্রভাব পড়তে দেখা যায়নি। দু-এক পশলা বৃষ্টিপাত হলেও মোটামুটি আবহাওয়া মনোরম ছিল দুর্গাপুজোয়। তবে এবার আলিপুর আবহাওয়া দফতর যা বলল তা শুনে আপনিও খুশিতে লাফিয়ে উঠবেন।
জানা গেছে, আগামী কয়েকদিনের মধ্যেই আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হতে পারে এই বাংলায়। দক্ষিণবঙ্গসহ গোটা রাজ্যের আবহাওয়া হতে পারে শুষ্ক। কলকাতাসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ঠান্ডা চলে আসতে পারে আগামী কয়েকদিনের মধ্যেই। ইতিমধ্যেই উত্তরবঙ্গের একাধিক জেলা অর্থাৎ দার্জিলিং কালিম্পং এবং লাভাতে ঠান্ডা পড়তে শুরু করে দিয়েছে। ২৭ অক্টোবর শুক্রবার কলকাতার আকাশ ঝলমলে থাকলেও আলিপুরদুয়ার এবং কোচবিহারে হালকা বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের অন্যান্য জেলা যেমন দুই দিনাজপুর এবং মালদহে কোনও বৃষ্টিপাত হবে না। আগামী ৩ দিনের মধ্যে প্রায় ৩ ডিগ্রি পারদ নেমে যেতে পারে উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গেও তাপমাত্রা কমে আগামী ৩ দিনে ২৩ ডিগ্রি হয়ে যাবে, এমনটাই দাবি করছে আলিপুর আবহাওয়া অফিস। আগামী লক্ষ্মীপুজোয় রাতে সামান্য শীতের আমেজ পাবেন দক্ষিণ বঙ্গবাসী।