হুহু করে ঢুকবে শীত! আপনার জেলায় কত ডিগ্রি? ৮ জেলায় এবার সতর্কতা

আপনার জেলাও আছে নাকি?

author-image
Anusmita Bhattacharya
New Update
winter in north bengal .jpg

নিজস্ব সংবাদদাতা:সন্ধের পর হালকা ঠান্ডা অনুভূত হলেও এখনও শীতের দাপট নেই কলকাতা ও একাধিক জেলায়। ভোরের দিকে হালকা ঠান্ডা ও কুয়াশা পড়ছে। কিন্তু জাঁকিয়ে শীত নেই। তবে দক্ষিণবঙ্গে চলতি সপ্তাহের শেষে ঠান্ডা নাকি এবার বাড়তে পারে। আলিপুর আবহাওয়া দফতর দাবি করল যে সপ্তাহান্তে কলকাতার তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস বা তারও নীচে চলে যেতে পারে। পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা ১০ ডিগ্রি বা তারও কম হয়ে যেতে পারে।

উত্তরবঙ্গের পাঁচটি জেলা, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর এবং মালদহে বুধবার সকালে ঘন কুয়াশার সতর্কতা। পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদেও ঘন কুয়াশা পড়তে পারে।