নিজস্ব সংবাদদাতা: সকালে ও রাতে হালকা ঠান্ডা, বাকি সময় এমন গরম যে ফ্যান চলছে। বসন্ত আসছে। তার মধ্যেই বৃষ্টি আসবে বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস বলছে যে এই সপ্তাহের শেষের দিকে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে বজ্র বিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ফেব্রুয়ারি মাসের শেষ থেকে বাংলায় পুরোদমে গরম পড়ে যাবে। কলকাতায় আগামী ২ দিন শুষ্ক আবহাওয়া পাবেন। আগামী ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতে শুষ্ক আবহাওয়া দেখা যাবে। শুধুমাত্র দার্জিলিং ও কালিম্পং জেলাতে বৃষ্টিপাত হতে পারে। কিছু জায়গায় তুষারপাতও হবে।
১৬,১৭ ও ১৮ তারিখ পশ্চিমবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। ১৯ তারিখ থেকে দক্ষিণবঙ্গের কিছু জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা ও উত্তর ২৪ পরগনায় বৃষ্টি হতে পারে। ২০ ও ২১ তারিখ বৃষ্টি হওয়ার সম্ভাবনা পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, কলকাতা ও হাওড়া জেলাতে।