নিজস্ব সংবাদদাতাঃ সপ্তাহ খানেক বৃষ্টির পর ফের বেড়েছে রাজ্যের তাপমাত্রা। কিন্তু আবারও বৃষ্টির পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া দফতর। জানা গিয়েছে, বৃহস্পতিবার রাজ্যের বেশ কয়েকটি জেলায় বৃষ্টি হয়ে পারে। আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার থেকে রাজ্যে আবহাওয়া বদলের সম্ভাবনা রয়েছে। রবিবার থেকে আবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। চলতি মাসের শেষের দিকে ঘূর্ণিঝড় রেমাল-এর দাপট চলতে পারে রাজ্যে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার কলকাতা শহরে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কিন্তু রবিবার থেকে আবারও তাপমাত্রায় পরিবর্তন হতে পারে। সোমবার থেকে তিলোত্তমার শহরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৭ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াস।