নিজস্ব সংবাদদাতা: বসন্তে আসতে আসতে বেড়েই যাচ্ছে তাপমাত্রার পারদ ৷ শহরে হঠাৎ করে ৬ ডিগ্রি তাপমাত্র বেড়ে গেছে ৷ জানতে পারা গেছে যে বুধবার বজ্রবিদ্যুতসহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে মালদহ, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। দার্জিলিং ও জলপাইগুড়িতে হালকা বৃষ্টিপাত হতে পারে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে সপ্তাহের শেষে অর্থাৎ শনি ও রবিতে বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে যেতে পারে। পশ্চিমী ঝঞ্ঝার ফলে বঙ্গোপসাগরে জলীয় বাষ্প পুবালির সঙ্গে মিশে যাওয়ায় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টিপাত হতে পারে ৷ দক্ষিণবঙ্গে বুধবার থেকে রবিবার জেলায় জেলায় বৃষ্টি হতে পারে।