হাড় কেঁপে যাবেই! শীতে উত্তরবঙ্গ ফেল, দক্ষিণের এই জেলাগুলিতে গেলে সব জমে যাবে আপনার

জানলে আপনিও অবাক হবেন।

author-image
Anusmita Bhattacharya
New Update
winter in north bengal .jpg

নিজস্ব সংবাদদাতা:এবার ভালই শীত নামল। বেশ কয়েক বছর পর দক্ষিণবঙ্গে মানুষজন এমন শীত দেখছে। বিশেষত পশ্চিমের জেলাগুলিতে ঠান্ডার প্রকোপ যা, তা উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাকেও নাকি হার মানাচ্ছে। রবিবার কলকাতার তাপমাত্রা ১২.৫ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে ৩.৬ ডিগ্রি কম। আবহাওয়া দফতর বলছে যে ১৮ ডিসেম্বর পর্যন্ত তাপমাত্রা এমনই কম থাকবে।

পশ্চিম বর্ধমান, বীরভূম, এবং পুরুলিয়ায় শৈত্যপ্রবাহ হতে পারে। আজ কলকাতার  শীতলতম দিন। বুধবার থেকে ফের কলকাতা–সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা সামান্য বেড়ে যাবে।