অশনি সংকেত! ধেয়ে আসছে কালবৈশাখী, ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ

গ্রীষ্মের দাবদহে নাজেহাল রাজ্যবাসী। এরই মধ্যে আবহাওয়ায় বড় পরিবর্তন নিয়ে জানা গেল বড় খবর।

author-image
Probha Rani Das
New Update
kalboishakhiiq1.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ টানা এক সপ্তাহ ধরে ঝড়বৃষ্টির পর রাজ্যে ফের তাপমাত্রা চড়াও হয়েছে। গরমের দাবদহে পুড়ছে গোটা রাজ্য। তবে জানা গিয়ছে, চলতি বছরে নির্ধারিত সময়ের আগেই রাজ্যে ঢুকবে বর্ষাকাল। আবহাওয়া দফতর জানিয়েছে, বর্ষা রাজ্যে প্রবেশের আগে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।  

asas

রাজ্যর একাধিক জেলায় আজ তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে। বিশেষত দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে। আজ পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম পশ্চিম বর্ধমান এই চার জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে। কলকাতা সহ দুই ২৪ পরগণা জেলাতেই গরম বাড়বে।

y54y

আবহাওয়া দফতর জানিয়েছে, আগামীকাল থেকে আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় কাল থেকে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও, ঝোড়ো হাওয়া সহ কালবৈশাখী ঝড় হতে পারে। পশ্চিমের বেশ কয়েকটি জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। 

Add 1