আজ থেকেই হাওয়া বদল, ভোটের দিন বাংলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস

আজ থেকেই রাজ্যের আবহাওয়ায় ফের পরিবর্তন হতে চলেছে। সেই নিয়ে জানা গেল বড় আপডেট।

author-image
Probha Rani Das
New Update
heavy rain.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ নির্ধারিত সময়ের আগেই এবার রাজ্যে প্রবেশ করবে বর্ষা। রবিবার সকাল থেকেই আকাশের মুখ ভার। জানা গিয়েছে, আজ থেকেই রাজ্যের আবহাওয়া পরিবর্তন হতে চলেছে। এছাড়াও চলতি মাসে কালবৈশাখী ঝড় হওয়ারও সম্ভাবনা রয়েছে।

rain in kolkata.jpg

আগামীকাল লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোট। জানা গিয়েছে, আগামীকাল থেকে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় ঝড়বৃষ্টির পাশাপাশি ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় আজ থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের সব জেলাতেও বৃষ্টি হতে পারে।

kol rains.jpg

আগামীকাল হাওড়া, হুগলি ও উত্তর ২৪ পরগনাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে ঝোড়ো হাওয়া সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারেবজ্রবিদ্যুৎ-সহ ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড় হওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও বীরভূমে গরম বজায় থাকবে।

আবহাওয়া দফতর জানিয়েছে, আজ কলকাতার আকাশ মেঘলা থাকবে। তবে আগামীকাল থেকে ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 

Add 1