নিজস্ব সংবাদদাতা: নতুন করে নিম্নচাপ দেখা গেল বাংলাদেশে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে ওড়িশা এবং ঝাড়খণ্ডের উপর দিয়ে যাবে নিম্নচাপটি।
/anm-bengali/media/media_files/pzGWomSIlyvGsSL4Jqbo.jpg)
এদিকে আবার মৌসুমী অক্ষরেখা সক্রিয় রয়েছে দক্ষিণবঙ্গে। এর ফলে দক্ষিণবঙ্গের সব জেলায় সোমবার ভারী বৃষ্টি পাবে মানুষ।
/anm-bengali/media/media_files/HJgjOSBDdJiqUa5qfimm.webp)
বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি দেখা যাবে উত্তরবঙ্গেও।
/anm-bengali/media/media_files/SMZka6H5gGbprQ0q3RQf.webp)