নিজস্ব সংবাদদাতা: আগামী কয়েক দিন শুষ্ক আবহাওয়া থাকবে। উত্তর পশ্চিমে হাওয়া বইবে। আগামী তিন দিন সামান্য কমে যেতে পারে তাপমাত্রা। সকাল এবং সন্ধ্যায় মনোরম আবহাওয়া থাকবে কিন্তু বেলা বাড়লে গরম বাড়বে। আপাতত বৃষ্টি হবে না ৷ উত্তরবঙ্গের দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় বৃহস্পতি ও শুক্রবার হালকা বৃষ্টি হতে পারে সামান্য। পশ্চিমী ঝঞ্ঝা পাস করার সময় সিকিমে বৃষ্টি হতে পারে এবং তার প্রভাব পড়বে দার্জিলিংয়েও। কলকাতায় তিন দিন তাপমাত্রা সামান্য কমবে। শুক্রবার থেকে ক্রমশ বেড়ে যাবে উষ্ণতা। সকালে মনোরম পরিবেশ থাকলেও বেলা বাড়লে গরম বাড়বে।
/anm-bengali/media/post_attachments/bc07410298bf16f14a188f432c1cee051985bbae7cfe4c933396e38e6b21d0e8.webp)
/anm-bengali/media/post_attachments/e46c7914c91524a3380d26eed844df386ca9417c75262e8d4c8804b0ab4c6d82.jpeg)
/anm-bengali/media/post_attachments/f486d4f89982304f8c1dc852ce1adc6b2c40420fd1f9f1519f1b2530c7ad6f6d.jpeg)
/anm-bengali/media/post_attachments/05c7c0675bba9ec442e6967556358f3cc0e776a5f68d5f1b071f07785625a9de.jpeg)