নিজস্ব সংবাদদাতা: কালীপুজোর মুখে আবারও নিম্নচাপ। নতুন করে গভীর নিম্নচাপ হওয়া মানেই ফের ঠান্ডা আটকে যাবে। আবারও বৃষ্টি হতে পারে বাংলায়। আবহাওয়া অফিস বলছে যে কালীপুজো, দিওয়ালির আকাশ পরিষ্কার থাকবে। তবে ভাইফোঁটা থেকেই মেঘ একটু একটু করে জমবে আকাশে। আর এর জেরে রাতের তাপমাত্রাও বাড়বে কিছুটা।
ভাইফোঁটার পরে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে। কিন্তু কেন হঠাত্ এই বৃষ্টি? হাওয়া অফিস বলছে যে নেপথ্যে রয়েছে বঙ্গোপসাগরের সম্ভাব্য নিম্নচাপ। মৌসম ভবনের পূর্বাভাস, মঙ্গলবার নতুন নিম্নচাপ দেখা দিতে পারে বঙ্গোপসাগরে। ১৬ নভেম্বর শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। শেষমেশ নিম্নচাপ কোন দিকে যাবে, সেটা এখনও স্পষ্ট নয়। আগামী ১৫ ও ১৬ তারিখ উপকূলের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, মেদিনীপুর, বর্ধমান, হাওড়া, হুগলি, কলকাতাতে বৃষ্টি হতে পারে।