গোটা রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা, ভিজবে কলকাতা শহরও, জারি হলুদ সতর্কবার্তা

পশ্চিমবঙ্গের আবহাওয়ায় ফের বিরাট পরিবর্তন হতে চলেছে। রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

author-image
Probha Rani Das
New Update
rainfall.jpg

নিজস্ব সংবাদদাতাঃ চলতি মাসের শুরুতেই আরও বাড়তে পারে তাপমাত্রা। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। রাজ্যের উত্তর থেকে দক্ষিণ বঙ্গে শীতের আমেজ চলে গিয়েছে। এখন দিনের বেলায় সূর্যের তাপে রীতিমতো ঘামছে মানুষজন। এরই মধ্যে ফের একবার ঝড়-বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। দুর্যোগপূর্ণ সতর্কতা জারি হয়েছে বাংলায় জেলায় জেলায়। জানা গিয়েছে, আজ থেকেই বজ্রবিদ্যুত্‍ সহ ঝড়-বৃষ্টি চলবে রাজ্যের বিভিন্ন জেলায়।

rainfallls.jpg

রবিবার দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুত্‍-সহ হাল্কা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সোম ও মঙ্গলবারএকই পরিস্থিতি থাকবে বলে জানা গিয়েছে। কলকাতা সহ উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেরই বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুত্‍-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে

উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম, নদিয়া, মুর্শিদাবাদ, বাঁকুড়া এবং বীরভূমে বৃষ্টির সম্ভাবনা। ছাড়াও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার দাপট থাকতে পারে। এর জেরে হলুদ সতর্কবার্তাও জারি করেছে আবহাওয়া দপ্তর। 

Add 1

স্ব

স

Addd 3