নিজস্ব সংবাদদাতা: ঘূর্ণিঝড় রেমাল আছড়ে পড়ার আগেই গঙ্গায় জলস্তর উঠে যেতে পারে ১৬ ফুটের বেশি। এর জন্য দুপুর দেড়টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত গঙ্গার ঘাটের লকগেটগুলি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরসভা। দুপুর ৩টেয় গঙ্গার জলস্তর হতে পারে সবথেকে বেশি। এই সময়ে কলকাতায় বৃষ্টি হলে জল জমে যেতে পারে সহজেই।
/anm-bengali/media/post_attachments/0861e76210aa635f08c6daba62a470d2086e6a97cfa304e9b069362aa426c63b.webp)