নিজস্ব সংবাদদাতা: রাজ্যে শীতের প্রকোপ আপাতত নেই বললেই চলে। মঙ্গলবার থেকে পারদ চড়ছে এবং চলতি সপ্তাহে শীতের তেমন নেই। আলিপুর আবহাওয়া দফতর এবার বলছে যে পশ্চিমি ঝঞ্ঝার কারণে বুধবার থেকে উত্তুরে হাওয়ার দাপট কম।
বুধবার এবং বৃহস্পতিবার উত্তরবঙ্গের কোচবিহার, দুই দিনাজপুর, মালদহ, দার্জিলিং এবং জলপাইগুড়িতে ঘন কুয়াশা থাকবে। দক্ষিণবঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ঘন কুয়াশার সম্ভাবনা। তবে সপ্তাহের শেষ পর্যন্ত তাপমাত্রা আরও ২-৩ ডিগ্রি বেড়ে যেতে পারে।