নিজস্ব সংবাদদাতা: রবিবার রাতে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে নিচে থাকায় রাজ্যজুড়ে মনোরম পরিবেশ ছিল। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলায় বৃহস্পতিবার থেকে বৃষ্টি হতে পারে।
বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হতে পারে বৃহস্পতি এবং শুক্রবার। আবহাওয়া দফতরের পূর্বাভাস, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ক্রমশ কমে যাচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় রাজ্যের বেশিরভাগ অংশে উত্তর পশ্চিমের হাওয়া বইবে। বেলা বাড়লে গরম বাড়বে। সোমবার থেকে ফের তাপমাত্রা বাড়তে থাকবে।