আবার কেন্দ্রের বঞ্চনার শিকার পশ্চিমবঙ্গ!

পশ্চিমবঙ্গে বরাদ্দ তেলের পরিমাণ কমিয়ে দেওয়া হয়েছে। খাদ্য দফতর থেকে চিঠি পাঠালেও মেলেনি উত্তর। বাকি রাজ্য তেল তুলতে পারছে সাধারণ নিয়মেই।

author-image
Shroddha Bhattacharyya
New Update
xjkl

নিজস্ব সংবাদদাতা: এক ধাক্কায় পশ্চিমবঙ্গের রেশন গ্রাহকদের জন্য কেন্দ্র কমিয়ে দিল কেরোসিনের বরাদ্দ। জানুয়ারি-মার্চ মাসের কোয়ার্টারের জন্য বিভিন্ন রাজ্যকে মোট কেরোসিন বরাদ্দ করে বিজ্ঞপ্তি জারি করেছিল কেন্দ্র। তাতে উল্লেখ ছিলনা পশ্চিমবঙ্গের। 
পরবর্তী সময়ে, ১৯ জানুয়ারি কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক জানায় যে, ওই মাসের বরাদ্দ ৫৮ হাজার কিলোলিটার তেল ওই মাসের মধ্যেই পুরোটা তুলে নিতে হবে।
কিন্তু অন্য রাজ্যগুলি সাধারণ নিয়মে তিন মাস ধরেই পুরো বরাদ্দ তেল তোলার সুযোগ পেয়েছিল। এদিকে, দেরিতে অনুমোদন পাবার ফল স্বরূপ পশ্চিমবঙ্গ, মোটে জানুয়ারি মাসে বরাদ্দের মাত্র ৩০ শতাংশ তুলতে পেরেছে।
বাকি তেল তোলার জন্য কেন্দ্রীয় পেট্রলিয়াম মন্ত্রকের কাছে রাজ্য খাদ্য দফতর চিঠি পাঠালেও সেই উত্তর আজও মেলেনি।
জানুয়ারি মাস পর্যন্ত প্রতি মাসে বরাদ্দ ছিল ৫৮ হাজার ৬৬৮ কিলোলিটার। কিন্তু ফেব্রুয়ারী মাসে তা কমিয়ে ১৪ হাজার ৩০৪ কিলোলিটার করা হয়েছে।
আশঙ্কা করা হচ্ছে যে, প্রায় তিন-চতুর্থাংশ বরাদ্দ কমিয়ে দেওয়া হয়েছে তেলের পরিমাণ। ফলে রাজ্যে গরীব মানুষের জন্য তেলের জোগানে টান পড়তেই পারে।

add 4.jpeg

cityaddnew

স

স