নিজস্ব সংবাদদাতা: এবার পশ্চিমবঙ্গের প্রতিমন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর বক্তব্যের ভিডিও সামনে এনে শোরগোল ফেলে দিলেন অমিত মালব্য। তিনি ট্যুইট করে বলেছেন, "পশ্চিমবঙ্গের প্রতিমন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী কলকাতাকে অচল করে দেওয়ার হুমকি দিচ্ছেন। তিনি (সিদ্দিকুল্লাহ চৌধুরী) বলছেন, “আমরা চাইলে কলকাতা বন্ধ করে দিতে পারতাম। আমরা সহজেই শহরে যানজট তৈরি করতে পারি। আমরা মুড়ি, গুড় এবং মিষ্টি দিয়ে কলকাতা অবরোধ করব। জেলাগুলির পরে, আমরা কলকাতার উপর আমাদের নিয়ন্ত্রণ আরও শক্ত করব। আমরা এখনও এটি করিনি, তবে ভবিষ্যতে করব।” এবং তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পূর্ণ সমর্থন নিয়ে কথা বলছেন"। অমিত মালব্যের এই ট্যুইট ঘিরে শোরগোল শুরু হয়েছে।
/anm-bengali/media/media_files/MVUUkuz1qxRaf45XIR4i.jpg)