নিজস্ব সংবাদদাতা: পার্থ-মানিক-সুজয় একই মুদ্ররা এপিঠ ওপিঠ। কলকাতা হাইকোর্টে নিয়োগ দুর্নীতি মামলার শুনানিতে এমনই দাবি করল ইডি। এছাড়া নিয়োগ দুর্নীতিতে আর্থিক লেনদেনের ক্ষেত্রে মানিক ভট্টাচার্যের সঙ্গে সুজয়কৃষ্ণ ভদ্রের খুবই ঘনিষ্ঠতার কথাও উঠে এসেছে।
দুজনের হোয়াটসঅ্যাপ চ্যাট এবং ফোন কলের মাধ্যমে বিশেষ প্রমাণ পাওয়া গিয়েছে বলে দাবি করল এই কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থার। নিয়োগ দুর্নীতি মামলায় মাসের পর মাস কেটে গেলেও এখনও জেলে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য। কলকাতা হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন তিনি। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে তার যোগাযোগ নিয়েও বিস্ফোরক দাবি করল ইডি। গৌতম কুণ্ডুর আর্থিক দুর্নীতি সংক্রান্ত মামলার সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়, সুজয়কৃষ্ণ ভদ্র ও মানিক ভট্টাচার্যের মধ্যে যোগ রয়েছে বলেও জানান ইডির আইনজীবী ফিরোজ এডুলজি।