বিশ্বকাপ…টিকিট কেলেঙ্কারি! ব্যোমকেশকে আনার ডাক ক্রীড়া প্রতিমন্ত্রীর

বিশ্বকাপের টিকিট কেলেঙ্কারি নিয়ে সরগরম কলকাতা।

author-image
Aniruddha Chakraborty
New Update
manoj-tiwary-facebook.jpg

file pic

নিজস্ব সংবাদদাতাঃ চারিদিকে টিকিটের কালোবাজারির অভিযোগ উঠছে। যে যেমন পারছে দর হাঁকছে। ৯০০ টাকার টিকিট কোথাও বলছে ৮ হাজার টাকা, কোথাও আবার আরও বেশি। আর এসবের মধ্যেই সাধারণ ক্রিকেটপ্রেমীরা টিকিটের জন্য অস্থির হয়ে পড়েছেন। ক্ষোভ বাড়ছে আমজনতার মনে। সবার মুখে একটাই প্রশ্ন, এত টিকিট যাচ্ছে কোথায়? এসবের মধ্যে এবার এই বিষয়ে মুখ খুললেন রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী তথা প্রাক্তন ক্রিকেটার মনোজ তিওয়ারি। এত টিকিট কোথায় গেল? প্রশ্ন শুনেই মন্ত্রীর সটান জবাব, "সেটা খুঁজে বের করতে এবার ব্যোমকেশ বক্সীকে ডাকতে হবে।" 

রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারির বক্তব্য, "সিএবি একটি স্বশাসিত প্রতিষ্ঠান। এর সঙ্গে রাজ্য সরকারের কোনও লেনদেন নেই।" তবে টিকিটের কালোবাজারি রুখতে পুলিশ যাতে কড়া পদক্ষেপ করে, সেই বার্তাও দেন মন্ত্রী মনোজ তিওয়ারি। পুলিশের উদ্দেশে মন্ত্রী বলেন, 'টিকিটের কালোবাজারি করতে গিয়ে যেই ধরা পড়বে, তাকে যেন সোজা জেলে ঢোকানো হয়।'