নিজস্ব সংবাদদাতাঃ ডিএ তথা মহার্ঘ ভাতা বৃদ্ধির দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলেন হয়েছে রাজ্যে। এবার লোকসভা ভোট মিটতেই সেই ডিএ তথা মহার্ঘ ভাতা নিয়ে জারি হল নোটিফিকেশন। ৪ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়েছিল আগেই। এবার কার্যকর হতে চলেছে সরকারের সেই সিদ্ধান্ত। গত এপ্রিল মাস থেকেই লাগু হবে বর্ধিত ডিএ।
সূত্রে খবর, ১ মে থেকে কার্যকর হওয়ার কথা ছিল বর্ধিত ডিএ। কিন্তু নির্দেশিকায় জানানো হল, এপ্রিল থেকেই কার্যকর হচ্ছে সেটি। অর্থাৎ পরবর্তী মাসের বেতনের সঙ্গে এপ্রিল মাস থেকে দেওয়া বকেয়া ডিএ যোগ হবে। এই নির্দেশিকায় খুশি রাজ্য সরকারি কর্মীদের একটা অংশ।