নিজস্ব সংবাদদাতাঃ ভোট পরবর্তী হিংসায় ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা প্রসঙ্গে পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেন, "গতকাল যে ঘটনা ঘটেছে তার প্রেক্ষাপট হল হিংসার শিকারদের রাষ্ট্রের সাংবিধানিক প্রধানের কাছে তাদের অভিযোগ প্রকাশ করা থেকে বিরত রাখার সরকারের পক্ষ থেকে ক্ষমার অযোগ্য কাজ। সেই পরিস্থিতি সরকারের নজরে আনা হয়েছিল এবং তাদের জবাব দিতে বলা হয়েছিল। গতকাল আমি হিংসার শিকার মানুষদের রাজভবনে গিয়ে তাঁদের অভিযোগ জানানোর অনুমতি দিয়েছিলাম। আমি হতবাক হয়েছি এটা দেখে যে, তাদের জীবন রক্ষার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ থেকে বিরত রাখা হয়েছে। পশ্চিমবঙ্গের কিছু অংশে মৃত্যুর নৃত্য চলছে। এবারের নির্বাচনেও অনেক সহিংসতার ঘটনা ঘটেছে। এটা চলতে পারে না।"